আন্তর্জাতিক

রাসায়নিক হামলার তদন্ত দলের মেয়াদ বাড়াতে রাশিয়ার ভেটো

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহীদের এলাকায় সিরিয়ার সেনাবাহিনীর রাসায়নিক হামলার অভিযোগ খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্ত কমিটির মেয়াদ বাড়ানোর বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে আবারো ভেটো দিয়েছে রাশিয়া। রাসায়নিক হামলার অভিযোগ খতিয়ে দেখতে গঠিত জয়েন্ট ইনভেস্টিগেটেভ মেকানিজম (জিম) মেয়াদ শুক্রবার শেষ হয়েছে। এই কমিটির মেয়াদ আরো ৩০ দিন বাড়ানোর জন্য নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব উত্থাপন করে জাপান। এর আগে বৃহস্পতিবার তদন্ত দলের মেয়াদ এক বছর বাড়াতে লিখিত খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া সেই প্রস্তাবেও ভেটো দিয়েছে। রাসায়নিক হামলাকারীদের চিহ্নিত করতে ২০১৫ সালে জিম গঠন করা হয়েছিল। সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ খতিয়ে দেখতে এটাই ছিল একমাত্র দাপ্তরিক মিশন। ২০১৪ সাল থেকে ২০১৫ সালের মধ্যে সিরিয়া সরকারের বিরুদ্ধে কমপক্ষে তিনবার বিদ্রোহীদের এলাকায় রাসায়নিক হামলা চালানোর অভিযোগ ওঠে। সর্বশেষ খান শেইখুন শহরে গত এপ্রিলে আসাদ সরকারের বিরুদ্ধে রাসায়নিক হামলার অভিযোগ ওঠে। ওই হামলায় কমপক্ষে ৮০ জন মারা যায়। এর জের ধরেই যুক্তরাষ্ট্র সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল। তবে সিরিয়া সরকার বরাবর রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। রাইজিংবিডি/ঢাকা/১৮ নভেম্বর ২০১৭/শাহেদ