আন্তর্জাতিক

জাপান উপকূলে নৌকায় ভেসে আট ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উপকূলে একটি নৌকা থেকে আট ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। তারা নিজেদের উত্তর কোরিয়ার জেলে বলে দাবি করেছেন। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে। তাদেরকে ইউরিহোনজো নগরীর মেরিনা থেকে বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে । উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, নৌকা বিকল হয়ে যাওয়ার পর ঢেউয়ের আঘাতে জাপানের জলসীমায় তারা চলে আসেন। জাপানের জলসীমায় প্রায়ই উত্তর কোরিয়ার জেলে নৌকার অনুপ্রবেশ দেখতে পায় দেশটির কোস্টগার্ড। মাঝে মধ্যে কোস্টগার্ড জেলেদের উদ্ধারও করে। জাপান কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিরা সবাই অসুস্থ হলেও নিজেদের পায়ে হাঁটতে পারছে। তাদের বিস্তারিত তথ্য জানার জন্য কোরিয়ান অনুবাদককে নিয়ে আসা হয়েছে। জাপান সরকারের বিশ্বাস এসব ব্যক্তি জেলে. তারা কোনো গুপ্তচর বা অভিবাসন প্রত্যাশী নয়। জাপানি গণমাধ্যম জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা সম্ভবত স্কুইড ধরতো্ তাদের নৌকার ছবিতে দেখা গেছে, সেখানে খোলা বাল্ব রয়েছে। এসব বাল্বের মাধ্যমে রাতে জেলে নৌকার দিকে মাছ আকর্ষণ করা হয়। রাইজিংবিডি/ঢাকা/২৪ নভেম্বর ২০১৭/শাহেদ