আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনে ভেনেজুয়েলার বিরোধীদল নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, দেশটির কয়েকটি বিরোধীদল আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যেসব দল রোববারের মেয়র নির্বাচনে অংশ নিয়েছে কেবল তারাই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবে। সোমবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিরোধীদল জাস্টিস ফাস্ট, পপুলার উইল ও ডেমোক্রেটিক অ্যাকশন মেয়র নির্বাচনে বয়কট করেছে। তাদের দাবি, নির্বাচন ব্যবস্থা বিতর্কিত হওয়ায় তারা নির্বাচনে অংশ নেয়নি। তবে প্রেসিডেন্ট মাদুরো দাবি করেছেন, ভেনেজুয়েলার নির্বাচন ব্যবস্থা পুরোপুরি আস্থারযোগ্য। রোববার দেওয়া ভাষণে মাদুরো বলেছেন, ‘বিরোধী দলগুলো রাজনৈতিক মানচিত্র থেকে গায়েব হয়ে গেছে। তিনি বলেন, ‘যে দল আজ অংশ নেয়নি এবং নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে তারা আর নির্বাচনে অংশ নিতে পারবে না।’ গত অক্টোবরে তিনটি বিরোধীদল মেয়র নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিল। রোববার শেষ হওয়া যাওয়া ভোটে তিন শতাধিক শহরে মেয়র নির্বাচিত হয়েছে। ধারণা করা হচ্ছে নির্বাচনে প্রেসিডেন্ট মাদুরোর দল স্যোশালিস্ট পার্টির অধিকাংশ প্রার্থী জয় পাবে।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/শাহেদ