আন্তর্জাতিক

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক : অঘোষিত এক সফরে সোমবার হঠাৎ সিরিয়ায় গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে দেশে মোতায়েন রুশ সেনাদের প্রত্যাহারের ঘোষণা দিলেন। তবে এ প্রত্যাহার হবে আংশিক। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের এক খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন সিরিয়ায় রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে পৌঁছান। সেখানে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে পুতিনের বৈঠক হয়। বিবিসি অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে। ২০১৬ সালের মার্চ মাসে এক ঘোষণায় পুতিন বলেছিলেন, সিরিয়ায় মোতায়েন অধিকাংশ সেনা প্রত্যাহার করার কথা ভাবছেন তিনি। মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনার জন্য রুশ নেতা পুতিন সিরিয়ার পর মিশর ও তুরস্ক সফর করবেন। রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৭/রাসেল পারভেজ