আন্তর্জাতিক

অভিযোগকারী নারীরা মিথ্যা বলছেন-দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : যৌন হয়রানির অভিযোগ আনা নারীরা মিথ্যা কথা বলছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে টুইটার বার্তায় তিনি দাবি করেছেন, এসব নারীর সঙ্গে তার কখনো দেখাই হয়নি। ট্রাম্পের বিরুদ্ধে এ পর্যন্ত ১৬ জন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এদের মধ্যে চারজন সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর  প্রথমবারের মতো হয়রানির কথা তুলে ধরেন।এদের মধ্যে ইউএসএ সুন্দরী প্রতিযোগীতায় বিজয়ী সামান্থা হলভি বলেছেন, ট্রাম্প তার দিকে চোখ টিপেছিলেন। ট্রাম্প টাওয়ারের প্রাক্তন রিসিপশনিস্ট র‌্যাচেল ক্রুক অভিযোগ করেছেন, অনুমতি ছাড়াই ট্রাম্প তাকে চুমু খেয়েছিলেন। এসব নারী ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের তদন্ত দাবি করেন। মঙ্গলবার সকালে টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘হাজার হাজার ঘন্টা এবং লাখ লাখ ডলার খরচ করেও ডেমোক্র্যাটরা রাশিয়ার সঙ্গে কোনো যোগসাজশের প্রমাণ দেখাতে পারেনি-তাই তারা এখন সেসব নারীদের মিথ্যা অভিযোগ ও বানানো গল্পের দিকে ঝুঁকছে যাদেরকে আমি চিনি না এবং কখনো দেখাই হয়নি।ভুয়া খবর!’ রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৭/শাহেদ