আন্তর্জাতিক

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিন : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র বিশেষ শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় বুধবার তিনি এ আহ্বান জানিয়েছেন। এরদোয়ান বলেছেন, যেসব দেশ আন্তর্জাতিক আইন মানে তাদের উচিত জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে ঘোষণা দেওয়া। তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত সম্মেলনে এরদোয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে  বিশ্ব মানবতাকে হুমকির মুখে ফেলেছেন। ইসরায়েলকে তিনি দখলদার ও সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন, তেল আবিবের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাদের পুরস্কার দিয়েছেন। মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলোকে আধিপত্য বিস্তারের নিজেদের মধ্যে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে এরদোয়ান বলেন, যারা বন্ধুদের সঙ্গে লড়াই করছেন, তারা শত্রুদের সঙ্গে লড়াই করা ভুলে গেছেন। আমাদের রাজনৈতিক সমাধান প্রয়োজন। ইসরায়েলের দখলদারিত্ব ঠেকানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দিনের পর দিন ইসরায়েল ফিলিস্তিনের যে ভূমি দখল করে যাচ্ছে আমাদের তা ঠেকানো উচিৎ।দিনের পর দিন ইসরায়েল যে নীতি ও আচরণ দেখিয়ে যাচ্ছে আমাদের অবশ্যই তা মেনে নেওয়া উচিৎ নয়।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/শাহেদ