আন্তর্জাতিক

রাখাইনে থমকে গেছে জীবন : রেডক্রস

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও সহিংসতার পর মিয়ানমারের রাখাইন রাজ্যে জীবন থমকে গেছে। পুরো রাজ্যে এখন প্রায় তিন লাখ রোহিঙ্গা রয়েছে। তবে এ সংখ্যাও পুরোপুরি নিশ্চিত নয়। বুধবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস এ তথ্য জানিয়েছে। সর্বশেষ সরকারি হিসেবে অনুযায়ী, রাখাইনে রোহিঙ্গাদের সংখ্যা ছিল প্রায় ১০ লাখ। গত আগস্টে সেনাবাহিনী রোহিঙ্গা নিধন অভিযানে নামে। প্রাণ বাঁচাতে এ পর্যন্ত সেখান থেকে ৬ লাখ ২৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। রাখাইনের সহিংসতা কবলিত এলাকায় রেডক্রস ছাড়া কোনো দাতব্য সংস্থার প্রবেশের অনুমতি নেই। সংস্থাটির মতে, রাখাইনে বর্তমানে প্রায় তিন লাখ রোহিঙ্গা রয়েছে। তবে রেডক্রসের পরিচালক (অপারেশনস) ডমিনিক স্টিলহার্ট জানিয়েছেন, সঠিকভাবে এ সংখ্যা গণনা সম্ভব নয়। তাই একে ‘বড় একটি চিমটি লবন’ হিসেবে গণ্য করা যায়। রাখাইনে তিনদিনের সফর শেষে জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টিলহার্ট জানান, বেশ কয়েকটি সহিংসতার পর রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল দেখা গেছে। তবে লোকজন এখনও এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এখনও প্রতিদিন প্রায় ৩০০ লোক সীমান্ত পাড়ি দিচ্ছে। কারণ তারা ভবিষ্যতের জন্য ভীত ও উদ্বিগ্ন। রাখাইনের রাস্তায়, বাজারে ও ক্ষেত-খামারে লোকজনের সংখ্যা অনেক কম দেখা গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘চলার পথে জীবন থমকে গেছে…চারপাশে লোকজনের দেখা পাওয়া দুরহ এবং আপনি সেখানে কেবল জীবন থাওয়া দেখতে পাবেন।’ রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/শাহেদ