আন্তর্জাতিক

তুরস্কে ২৭৬৬ সরকারি কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : সরকারি ডেটাবেজে প্রকাশিত একটি জরুরি ফরমান অনুযায়ী সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে ২ হাজার ৭৬৬ জন কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক। রোববার প্রকাশিত সরকারি গেজেটের তথ্যানুযায়ী, বরখাস্তকৃতদের মধ্যে রয়েছেন ৬৩৭ জন সেনাসদস্য, ৩৬০ জন জেন্ডারমেরির (যৌথ বাহিনী) কর্মকর্তা, পুলিশের ৬১ সদস্য ও উপকূলরক্ষা বাহিনীর চার সদস্য। ধর্মবিষয়ক অধিদপ্তর থেকে ৩৪১ জনকে বরখাস্ত করা হয়েছে। বাকিরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তবে ফরমানে (ডিক্রি) বলা হয়েছে, এর আগে বরখাস্ত হওয়া ১১৫ সরকারি কর্মকর্তাকে তাদের পদে পুনর্বহাল করা হলো। গ্রেপ্তার ও শুদ্ধি অভিযান ২০১৬ সালের জুলাই মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর সরকারি প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লোককে গ্রেপ্তার ও বরখাস্ত করেছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার। ব্যর্থ অভ্যুত্থানকে অজুহাত হিসেবে কাজে লাগিয়ে বিরোধীদের নীরব করা এবং ক্ষমতা কুক্ষিগত করতে এরদোয়ান সরকার চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে তুরস্কের পশ্চিমা মিত্রসহ স্থানীয় ও আন্তর্জাতিক অধিকার সংগঠনগুলো। অভিযোগের পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার দাবি করছে, সরকারি প্রতিষ্ঠান ও সমাজের অন্যান্য অংশ থেকে ফেতুল্লাহ গুলেনের অনুসারীদের বিতাড়িত করতে শুদ্ধি ও আটক অভিযান চালানো হচ্ছে। স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে নির্বাসিত ফেতুল্লাহ গুলেন তুরস্কের একজন প্রভাবশালী ধর্মীয় নেতা। আঙ্কারার অভিযোগ, সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে তার অনুসারীরা সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেছিল। কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন গুলেন। অবশ্য তাকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে তুরস্ক। ইস্তাম্বুল থেকে নিরাপত্তা বিশ্লেষক মেতিন গুরকান আলজাজিরাকে বলেছেন, ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানের ১৮ মাস পর এসেও দেখা যাচ্ছে, শুদ্ধি অভিযান চালানো নিয়ে এখনো বদ্ধপরিকর তুর্কি সরকার। তিনি আরো বলেছেন, ‘সামরিক বাহিনীর অভিযান সক্ষমতা বাড়ানোর চেয়ে ‘গুলেনিকরণের বিরুদ্ধে’ এখনো বেশি গুরুত্ব দিচ্ছে আঙ্কারা।’ উল্লেখ্য, সরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গুলেন অনুসারীদের ‘গুলেনিকরণ’ বলে অভিহিত করা হচ্ছে। তথাকথিত গুলেনিকরণের বিরুদ্ধে তুর্কি সরকারের এই অভিযানে মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু অভিযোগের বিষয়ে কর্ণপাত করছে না তুরস্ক। তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৭/রাসেল পারভেজ