আন্তর্জাতিক

ট্রাম্পের প্রাক্তন সহযোগীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন ক্যাম্পেইন ম্যানেজার করনি লেওয়ানডস্কির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছেন মার্কিন সংগীতশিল্পী জলি ভিলা। অভিযোগে জলি ভিলা বলেছেন, গত মাসে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে লেওয়ানডস্কি দুইবার তার নিতম্বে আঘাত করেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে বলেছেন, বন্ধুরা তাকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে উদ্বুদ্ধ করার পর খ্রিষ্টমাস ইভে তিনি এ নিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। জলি ভিলার অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি লেওয়ানডস্কি। যুক্তরাষ্ট্রে বিভিন্ন পর্যায়ের কয়েক ডজন জনপ্রিয় ব্যক্তিত্বের বিরুদ্ধে যৌন হয়রানি ও হেনস্তার অভিযোগ ওঠার সবশেষ ঘটনা এটি। চলচ্চিত্র মোগল খ্যাত হলিউডের আলোচিত প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। একে একে অনেক অভিযোগ আসতে থাকে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে হলিউড ও করপোরেট দুনিয়ায় যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগী নারীরা। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জলি ভিলা বলেন, ‘এ বিষয়ে মুখ খোলা নিয়ে প্রথম দিকে আমি আতঙ্কিত ছিলাম।’ লেওয়ানডস্কি বা তার পরিবারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাইছিলেন না তিনি। জলি ভিলা প্রেসিডেন্ট ট্রাম্পের কট্টর সমর্থক। ২০১৭ সালে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটে ‘গ্রামি অ্যাওয়ার্ডস’ গ্রহণের সময় ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানওয়ালা পোশাক পরেছিলেন তিনি। ওই অনুষ্ঠানে লেওয়ানডস্কির সঙ্গে ছবি তুলেছিলেন এবং সেটিই ছিল তাদের মধ্যে প্রথম সাক্ষাৎ। জলি ভিলা অভিযোগ করেছেন, লেওয়ানডস্কি একবার তার নিতম্বে আঘাত করলে তিনি তাকে সতর্ক করেন। এমন কাজ না করতে বলে কৌতুকের সঙ্গে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার কথা বললে তিনি আবার একই কাজ করেন। লেওয়ানডস্কি হেসে উড়িয়ে দিয়ে বলেন, ‘আমি বেসরকারি খাতে কাজ করি।’ এক টুইটে জলি ভিলা বলেছেন, ‘আমার নিতম্বের চড় মারার কয়েক সেকেন্ড আগে লেওয়ানডস্কির সঙ্গে তোলা ছবি, আমি তাকে নিষেধ করেছিলাম কিন্তু তিনি আবারো একই কাজ করেন। তার ব্যবহারে আমি মর্মাহত ও হতভম্ব হই।’ এ ঘটনা নিয়ে গত সপ্তাহে দি পলিটিকো পত্রিকা প্রথম খবর প্রকাশ করে। তারা এমন একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছিলেন, যিনি জলি ভিলার আগেই এ নিয়ে মুখ খোলেন। এর আগে জলি ভিলা কংগ্রেসের সদস্য হওয়ার জন্য নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাকে সমর্থন করে ট্রাম্প টুইট করেছিলেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় তিন মাস আগে জুলাই মাসে লেওয়ানডস্কিকে ক্যাম্পেইন ম্যানেজারের পদ থেকে বহিষ্কার করেন ডোনাল্ড ট্রাম্প। ওই বছরের প্রথম দিকে ট্রাম্পের এক প্রচারাভিযানে একজন নারী গণমাধ্যমকর্মীকে হেনস্তার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অবশ্য পরে অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়। তথ্যসূত্র : বিবিসি অনলাইন

     

রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/রাসেল পারভেজ