আন্তর্জাতিক

ফুটবলার হলেন লাইবেরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন ফুটবলার উইয়াহ পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে। বিবিসি জানিয়েছে, নির্বাচনে উইয়াহ ৬০ শতাংশের বেশি ভোট পেয়েছেন। বিজয়ের সংবাদ পাওয়ার পরপর বৃহস্পতিবার রাতেই রাজধানী মনরভিয়ার রাস্তায় আনন্দ-উল্লাসে ফেটে পড়ে উইয়াহ’র সমর্থকরা। বৃহস্পতিবার লাইবেরিয়ার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ৯৮ দশমিক ১ শতাংশ ভোট গণনায় ৫১ বছর বয়সী উইয়াহ পেয়েছেন ৬১ দশমিক ৫ শতাংশ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী বোয়াকাই পেয়েছেন মাত্র ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট। বিজয়ের পর এক টুইটার বার্তায় উইয়াহ লিখিছেন, ‘আমাকে এত বড় একটি পদের জন্য বিবেচনা করায় লাইবেরিয়ার মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক বড় দায়িত্ব এটা। ’ পিএসজি, এসি মিলান, ম্যানচেস্টার সিটি, অলিম্পিক মার্শেইর মতো ইউরোপিয়ান ক্লাবে খেলেছেন উইয়াহ। ইউরোপের বাইরের তিনি প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন। রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৭/শাহেদ