আন্তর্জাতিক

কোস্টারিকায় বিমান বিধ্বস্তে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : কোস্টারিকার পশ্চিমাঞ্চলে একটি বিমান দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের কয়েকজন পর্যটকসহ ১২ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১০ জনই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। নিহত অপর দুজন হলেন বিমানের পাইলট ও তার সহযোগী। তারা কোস্টারিকার নাগরিক। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনই একই পরিবারের। কোস্টারিকার রাজধানী সান হোসে থেকে প্রায় ২৩০ কিলোমিটার পশ্চিমে গুয়ানাকাস্তে প্রদেশের সৈকত শহর পুন্তা ইসলিতা থেকে কিছু দূরে এ দুর্ঘটনা ঘটে।  কোস্টারিকার সিভিল অ্যাভিয়েশন এজেন্সির পরিচালক এনিয়ো কুবিল্লো জানিয়েছেন, স্থানীয় কোম্পানি নেচার এয়ারের সেসনা ২০৮বি গ্রান্ড ক্যারাভান বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। কোস্টারিকার প্রেসিডেন্ট রিকা লুইস গুইলারমো সলিসের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। সরকার এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। কোস্টরিকার প্রাক্তন প্রেসিডেন্ট লরা চিনচিল্লা এক টুইটে জানিয়েছেন, দুর্ঘটনায় তার এক আত্মীয় নিহত হয়েছেন। তথ্যসূত্র : বিবিসি অনলাইন

     

রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৮/ইভা/রাসেল পারভেজ