আন্তর্জাতিক

তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ায় সরকারের অর্থনৈতিক কৃচ্ছতা কার্যক্রেমের বিরুদ্ধে বিক্ষোভে এক ব্যক্তি নিহত হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা তিউনিস আফরিকি প্রেসের (তাপ) বরাত দিয়ে মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে। তাপ জানিয়েছে, নিহত ওই ব্যক্তির বয়স ৫৫। এছাড়া রাজধানী তিউনিস থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে তেবুরবা শহরে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে আহত হয়েছে আরো পাঁচজন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। তবে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দাবিকে অমূলক বলে মন্তব্য করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়া হলে সেখানে থাকা ওই ব্যক্তির শ্বাসযন্ত্রে সমস্যা হয়। এর থেকেই তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গত ১ জানুয়ারি থেকে তিউনিস সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। একইসঙ্গে বাড়িক্রয়ের ক্ষেত্রে নতুন করে কর আরোপ করা হয়েছে। এর প্রতিবাদে রোববার থেকেই দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। রাইজিংবিডি/ঢাকা/৯ জানুয়ারি ২০১৮/শাহেদ