আন্তর্জাতিক

আমি বর্ণবাদী নই : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকান জাতিসমূহকে ‘নোংরা’ বলে বর্ণনা করার পর যে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিপ্রেক্ষিতে তিনি দাবি করেছেন, ‘আমি বর্ণবাদী নই।’ অভিবাসন সংস্কার নিয়ে গত সপ্তাহে ওভাল অফিসে দ্বিদলীয় বৈঠকের সময় আফ্রিকান জাতিসমূহকে বোঝাতে তিনি ‘সিথহল’ শব্দটি ব্যবহার করেন। সিথহল শব্দের অর্থ ‘চরম নোংরা বা নীচ’। আফ্রিকানদের এভাবে আক্রমণের পর এবার তিনি সাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘আমি বর্ণবাদী নই। আপনারা সাক্ষাৎকার নিয়েছেন, এমন ব্যক্তিদের মধ্যে আমিই সবচেয়ে কম বর্ণবাদী।’ ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগের বিষয়টি এই প্রথম সরাসরি প্রত্যাখ্যান করলেন তিনি। রোববার রাতে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে হোয়াইট হাউসের প্রেস পুলের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ প্রত্যাখ্যান করেন তিনি। বৃহস্পতিবার উভয় দলের আইনপ্রণেতারা প্রস্তাবিত দ্বিদলীয় অভিবাসন সংস্কার চুক্তি নিয়ে আলোচনার সময় ট্রাম্প বিতর্কিত ওই মন্তব্য করেন। ওই দিন বৈঠকের সময় ট্রাম্প বলেছিলেন, ‘নোংরা দেশগুলো থেকে লোকজনকে কেন আমরা আমাদের দেশে থাকতে দিচ্ছি?’ অবশ্য ট্রাম্প দাবি করেছেন, সেদিন তিনি যেসব কথা বলেছিলেন, সেসব কঠিন ছিল। কিন্তু গণমাধ্যমও তার কথা ভুলভাবে উপস্থাপন করেছে। তবে সিনেটর ডিক ডারবিন দাবি করেছেন, ওই বৈঠকে ট্রাম্প অশালীন ভাষা ব্যবহার করেছেন। তথ্যসূত্র : বিবিসি অনলাইন রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ