আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের প্রাণকেন্দ্রে অবস্থিত তায়ারান স্কয়ারে সোমবার জোড়া আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন। তিন দিনের মধ্যে এটি দ্বিতীয় আত্মঘাতী হামলার ঘটনা। ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইরাকের বিশাল অঞ্চল দখল করে নেওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই দেশটিতে হামলা হয়েছে। এসব হামলার অধিকাংশেরই দায় স্বীকার করে আইএস। তবে গত ডিসেম্বর মাসে ইরাক থেকে আইএস বিতাড়িত হওয়ার পর থেকে হামলার সংখ্যা অনেক কমে গেছে। তায়ারান স্কয়ারে সব সময় মানুষের ভিড় থাকে। সোমবার হামলার সময় সেখানে অনেক লোকজন ছিল। নির্মাণ শ্রমিকরা কাজ খোঁজার জন্য প্রতিদিন তায়ারান স্কয়ারে জড়ো হন। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে অনেক নিরাপত্তাকর্মী উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। পুলিশ জানিয়েছে, শনিবার নর্থ সিটির তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলায় পাঁচজন নিহত হন। ধারণা করা হচ্ছে, আগামী মে মাসে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে সহিংস পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তথ্যসূত্র : বিবিসি অনলাইন রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ