আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার শেয়ার বাজার ভবনের ছাদ ধসে আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার শেয়ার বাজার ভবনের ছাদ ধসে পড়ায় অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশের মুখপাত্র অ্যাগ্রো ইয়োনো জানান, আহতদের অধিকাংশ হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। তাদের আশপাশের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা ভবনের ছাদ ধসে পড়ার কারণ খতিয়ে দেখছি। তবে এখন আমরা হতাহত ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছি।’  অত্যধিক ধূলাবালির মধ্যে ভবনের ভেঙে পড়া ছাদ ও ভাঙা আসবাবপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে ভবনের ছাদ ধসে পড়েছে তা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ ওই ভবন থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে এবং ভবনটি ঘিরে রেখেছে। জাকার্তায় বিশ্ব ব্যাংকের এক কর্মী ওই ভবনের নিচতলায় ছিলেন। তিনি জানান, তিনিসহ তার অফিসের অন্যান্য লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি ওই ভবনের বাইরে পুলিশের সাইরেন এবং আগুন লাগার সতর্ক সংকেত শুনতে পেয়েছিলেন। তথ্যসূত্র : বিবিসি অনলাইন রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৮/এসএন/রাসেল পারভেজ