আন্তর্জাতিক

আবারো এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে আহমদ সেলিম (২৪) নামে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কালকিল্লাহর পূর্বে জয়াস শহরে তাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে ওয়াফা জানিয়েছে, আহমদ সেলিমের মাথায় আঘাত করা হয়। তাকে কালকিল্লাহ দারউইস নাজাল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে অন্য কোনো উৎস থেকে এ বিষয়ে তথ্য জানা যায়নি। ২০১৮ সালের এ কয়েকদিনের মধ্যেই ইসরায়েলি বাহিনী সেলিম ছাড়াও আরো তিন জনকে হত্যা করেছে। দিয়ার নিথাম গ্রামের ১৭ বছর বয়সি মুসাব ফিরাস আল-তামিমি নামে একজনকে হত্যা করে। এ ছাড়া আরো দুই কিশোরকে তারা হত্যা করে। গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তার এ ঘোষাণার পর মুসলিম বিশ্বেও শুরু হয় বিক্ষোভ। তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/ইভা/রাসেল পারভেজ