আন্তর্জাতিক

আম আদমির ২০ এমএলএ অযোগ্য

আন্তর্জাতিক ডেস্ক : লাভজনক দপ্তরে দায়িত্ব পালন করার অভিযোগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন ভারতের দিল্লি বিধানসভার ক্ষমতাসীন আম আদমি পার্টির ২০ এমএলএ রোববার চূড়ান্ত অযোগ্য ঘোষিত হয়েছেন। অভিযুক্ত ২০ এমএলএ-কে বিধানসভা থেকে বহিষ্কারের জন্য ভারতের নির্বাচন কমিশনের পাঠানোর সুপারিশপত্র অনুমোদন করেছেন দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ। এর মধ্য দিয়ে বিধানসভার এসব আসনে উপনির্বাচনের পথ খুলে গেল। তবে আম আদমি পার্টি ইঙ্গিত দিয়েছে, এর বিরুদ্ধে তারা আদালতের স্মরণাপন্ন হবে। এদিকে, অরবিন্দ কেজরিওয়াল দলীয় নেতা-কর্মীদের হতাশ না হয়ে সত্যের জয়ের জন্য অপেক্ষা করতে বলেছেন। এমএলএদের বহিষ্কারের নির্দেশ আসার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় কেজরিওয়াল বলেন, ‘সত্য ও সততার পথে চলতে গেলে সব সময়ই বাধা আসে। তবে সত্যের পথে চলতে থাকলে দৃশ্য, অদৃশ্য শক্তি সব সময় সাহায্যের জন্য এগিয়ে আসে।’ তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ