আন্তর্জাতিক

ইকোনমিস্টের গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবনমন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক সংবাদপত্র দি ইকোনমিস্ট টুডে-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে আট ধাপ অবনমন হয়ে এবার বাংলাদেশের অবস্থান ৯২তম। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেও ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে বাংলাদেশের স্কোর শূন্য দশমিক ৩০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৩। গত বছর সূচকে ৮৪তম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ১০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৭৩। বুধবার সংবাদপত্রটির নিজস্ব ওয়েবসাইটে দেশভিত্তিক গণতন্ত্রের সূচক ও স্কোর প্রকাশ করা হয়। বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিবেশ-পরিস্থিতি গবেষণা ও পর্যালোচনার ভিত্তিতে ২০০৬ সাল থেকে এই সূচক প্রকাশ করে আসছে দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। দশমবারের মতো প্রকাশিত সূচকটিও পৃথক পাঁচ ক্যাটাগরিতে দেশগুলোকে মূল্যায়ন সাপেক্ষে তৈরি করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো- নির্বাচন প্রক্রিয়া ও বহুদলীয় ব্যবস্থা; সরকারের কার্যক্রম; রাজনৈতিক অংশগ্রহণ; রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা। এই পাঁচ ক্যাটাগরিতে মূল্যায়নের ওপর ভিত্তি করে চারটি শিরোনামে দেশগুলোকে ভাগ করা হয়েছে- পূর্ণ গণতন্ত্র, ক্রুটিপূর্ণ গণতন্ত্র, শংকর শাসন ও কর্তৃত্ববাদী শাসন। বাংলাদেশ আগের মতো এবারও সংকর শাসন ভাগে পড়েছে।  সূচক প্রকাশের প্রতিবেদনে ইকোনমিস্ট বলেছে, ২০১৭ সালে বিশ্বজুড়ে গণতন্ত্রের চর্চা কমেছে। গণমাধ্যম ও বাকস্বাধীনতা আগের বছরের চেয়ে বেশি বাধার মুখে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে ১৯টি দেশে পূর্ণ গণতন্ত্র, ৫৭টি দেশে ক্রুটিপূর্ণ গণতন্ত্র, ৩৯টি দেশে শংকর শাসন (হাইব্রিড রেজিম) এবং ৫২টি দেশ কর্তৃত্ববাদী শাসন বিরাজমান ছিল। ০-১০ স্কোরের মধ্যে ২০১৭ সালে গণতন্ত্রের বৈশ্বিক স্কোরও কম- ৫ দশমিক ৪৮, যেখানে ২০১৬ সালে ছিল ৫ দশমিক ৫২। বিশ্বের ৮৯টি দেশের স্কোর এবার কম হয়েছে, যা স্কোরে উন্নতি করা দেশের (২৭টি) তুলনায় তিন গুণ বেশি। তবে আগের বছরের তুলনায় স্কোর ধরে রাখা দেশের সংখ্যা ৫১টি। পূর্ণ গণতান্ত্রিক ১৯টি দেশের সূচকে সবার ওপরে রয়েছে নরওয়ে, যার স্কোর ১০-এর মধ্যে ৯ দশমিক ৮৭। এরপর আছে যথাক্রমে আইসল্যান্ড, সুইডেন, নিউ জিল্যান্ড ও ডেনমার্ক, যাদের সবার স্কোরই ৯-এর উপরে। ৫৭টি ক্রুটিপূর্ণ বা দুর্বল গণতান্ত্রিক দেশের সূচকে প্রথমে রয়েছে দক্ষিণ কোরিয়া, তারপর যুক্তরাষ্ট্র, ইতালি, জাপানসহ অন্যরা। এই ভাগে ৭ দশমিক ৩২ স্কোর নিয়ে ৪২তম অবস্থানে আছে ভারত। শংকর শাসন ভাগে ৪ দশমিক ২৬ স্কোর নিয়ে পাকিস্তান আছে সূচকের ১১০তম অবস্থানে। আর কর্তৃত্ববাদী শাসন ভাগে আছে রাশিয়া, সৌদি আরব, কাতার, সিরিয়া, ইরান, মিয়ানমারের মতো দেশ। এই ভাগে সবচেয়ে কম স্কোর মাত্র ১ দশমিক ০৮ স্কোর নিয়ে সার্বিকভাবে সবার নিচে আছে কিম জং-উনের উত্তর কোরিয়া। রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৮/রাসেল পারভেজ