আন্তর্জাতিক

সু চির বাড়িতে পেট্রোল বোমা

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে থাকা মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক ও ডি ফ্যাক্টো সরকারপ্রধান অং সান সু চির বাড়ির আঙ্গিনায় পেট্রোল বোমা ছোঁড়া হয়েছে। বোমা নিক্ষেপের সময় বাড়িতে ছিলেন না সু চি। তিনি এখন রাজধানী নেপিদোয় আছেন। এ ঘটনায় কেউ হতাহতও হয়নি। কে বা করার বোমাটি ছুঁড়েছে, তা জানতে পারেনি দেশটির কর্মকর্তারা। সন্দেহভাজনদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সু চির কার্যালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নেত্রীর বাড়ির আঙ্গিনায় বোমাটি নিক্ষেপ করা হয়। তবে বোমাটি বিস্ফোরিত হয়ে আগুন জ্বলতে থাকলে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানা যায়নি। রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বর্বর অভিযানের নীরব সমর্থক সু চির সরকার আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রক্রিয়া শুরু করলেও তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা নিয়ে তার সরকার কিছুই পরিষ্কার না করায় তা স্থগিত হয়ে গেছে। এ অবস্থায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রাক্তন কূটনীতিক দাবি করেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিকতার ঘাটতি রয়েছে সু চির। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশ আশ্রয় নিয়েছে প্রায় ৬ লাখ ৬৭ হাজার রোহিঙ্গা। তাদের প্রত্যাবাসন নিয়ে কাজ করছে দুই দেশ। তথ্যসূত্র : বিবিসি অনলাইন রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৮/রাসেল পারভেজ