আন্তর্জাতিক

‘ট্রাম্পের পরমাণু নীতি বিশ্বকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাবে’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরমাণু নীতি বিশ্ব মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। নিউক্লিয়ার পোসচার রিভিউ (এনআরপি) নামে শুক্রবার মার্কিন নতুন পরমাণু নীতি ঘোষণা করেছে আমেরিকা। রাশিয়াকে মোকাবেলা করার উদ্দেশ্য নিয়েই মূলত নতুন পরিকল্পনা ঘোষণা করেছে, পেন্টাগন যার মাধ্যমে ওবামা আমলের পরমাণু নীতির অবসান ঘটাতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এরপরই শনিবার রাতে এক টুইটার বার্তায় জারিফ এ কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ট্রাম্পের নয়া পরমাণু নীতি পরমাণু অস্ত্র উৎপাদন ও বিস্তার রোধ চুক্তির (এনপিটি) লঙ্ঘন। এ ধরনের অপরিপক্ক নীতির ভিত্তিতেই ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই পরমাণু নীতি তাদের পারমাণবিক শক্তির ওপর আস্থার ইঙ্গিত দিচ্ছে যা এনপিটির লঙ্ঘন, এটি মানবসভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।’ প্রসঙ্গত, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিরক্ষা ক্ষেত্রে পরমাণু অস্ত্রের ভূমিকা কমিয়ে আনার নীতি গ্রহণ করেছিলেন। পাশাপাশি পরমাণু অস্ত্রের সংখ্যাও কমানোর নীতি অনুসরণ করেছিলেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ