আন্তর্জাতিক

অক্সফাম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ডেসমন্ড টুটুর

আন্তর্জাতিক ডেস্ক : দাতব্য সংস্থা অক্সফামের কর্মীদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এবার প্রতিষ্ঠানটির বৈশ্বিক শুভেচ্ছা দূতের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার ধর্মযাজক ও মানবাধিকার কর্মী ডেসমন্ড টুটু। শুক্রবার টুটুর দপ্তরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। অক্সফামের কর্মীদের যৌন কেলেঙ্কারির ইস্যুতে প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূতের পদ থেকে গত সপ্তাহে সরে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ অভিনেত্রী মিনি ড্রাইভার। বৃহস্পতিবার এক বিবৃতিতে টুটুর দপ্তর বলেছে, ‘অনেক বছর ধরেই আর্চবিশপ ইমিরেটাস ডেসমন্ড টুটু অক্সফাম ইন্টারন্যাশনালের ভালো কাজগুলোর সমর্থন জানিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির একজন বৈশ্বিক শুভেচ্ছা দূত হয়েছেন। দাতব্য সংস্থাটির ত্রাণ কর্মীদের অনৈতিক কাজ ও সম্ভাব্য অপরাধমূলক কাজে সংশ্লিষ্টতার অভিযোগে আর্চবিশপ অত্যন্ত মর্মাহত হয়েছেন। অক্সফামের সঠিক কাজগুলোর প্রতি সমর্থন জানানো হাজার হাজার লোকের ওপর এই অভিযোগের যে প্রভাব পড়বে তাতেও তিনি দুঃখবোধ করছেন।’ বিবৃতিতে বলা হয়েছে, দাতব্য সংস্থাটির বৈশ্বিক শুভেচ্ছা দূত পদ থেকে টুটু তার সরে যাওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে চিঠি লিখেছেন। ২০১১ সালে ভূমিকম্পবিধ্বস্ত হাইতিতে ত্রাণকাজ পরিচালনার সময় দাতব্য সংস্থা অক্সফামের কয়েকজন কর্মী ভাড়া করা ভবনে দেহ ব্যবসায়ীদের নিয়ে আনন্দ উল্লাস করে। এছাড়া তাদের বিরুদ্ধে আরো নানা অপকর্মের অভিযোগ উঠেছে। অভ্যন্তরীণ তদন্তে বেরিয়ে আসা এ কেলেঙ্কারির বিষয়টি অক্সফাম ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলেও অভিযোগ উঠেছে। রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ