আন্তর্জাতিক

নকল ঠেকাতে জুতা-মোজা বাদ

আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষায় নকল ঠেকাতে ভারতের বিহার রাজ্যে পরীক্ষার্থীদের জুতা ও মোজা পরিধান না করে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। রাজ্য কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে। ২১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এতে অংশ নেবে প্রায় ১৮ লাখ শিক্ষার্থী। পরীক্ষায় নকল ঠেকাতে জুতা ও মোজা পরিধান না করে কেন্দ্রে স্রেফ স্যান্ডেল পরে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরেও কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের তল্লাশি করা হবে। এছাড়া কক্ষে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কেউ নকল বা অন্যেরটা দেখে উত্তর লিখতে না পারে। কর্মকর্তারা জানিয়েছেন, কোনো শিক্ষার্থী জুতা ও মোজা পরে কেন্দ্রে এলে তাকে বাইরে দাঁড় করিয়ে রাখা হবে। এর আগে বিহারের মাধ্যমিকসহ বিভিন্ন পরীক্ষায় ব্যাপক নকলের অভিযোগ পাওয়া উঠেছে। ২০১৩ সালে নকলের অভিযোগে ১ হাজার ৩০০ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছিল। ওই সময় সন্তানদের নকল সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয় ১০০ অভিভাবককে। নকল বন্ধে ২০১৬ সালে রাজ্য সরকার জেল ও জরিমানার বিধান রেখে আইনও পাশ করে। রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ