আন্তর্জাতিক

হোয়াইট হাউজের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণে প্রেসিডেন্টের হস্তক্ষেপ দাবিতে সোমবার হোয়াইট হাউজের সামনের সড়কে শুয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ফ্লোরিডার একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে ১৭ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ দাবি জানানো হয়েছে। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবক ও শিক্ষকরা যোগ দিয়েছিলেন। এ সময় এক বিক্ষোভকারী সড়কে শুয়ে নিজেকে মার্কিন পতাকায় ঢেকে দিয়েছিলেন। আরেকজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘এরপরেই কি আমি?’ ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া থেকে আসা শিক্ষার্থী এলা ফেসলার বলেন, ‘আমাদের ক্ষোভ প্রকাশ করাটা সত্যিকারার্থে গুরুত্বপূর্ণ এবং আমেরিকায় অস্ত্র নিয়ন্ত্রণ এবং চূড়ান্তভাবে এই নীতির পরিবর্তনও গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘প্রতিদিন আমি যখন বাবা-মা’র কাছ থেকে বিদায় নিয়ে বের হই তখন আমাকে এটা মেনে নিতে হয় যে্ আমি হয়তো তাদেরকে আর দেখব না।’ ডেভিড হগ নামে আরেক শিক্ষার্থী এনবিসি চ্যানেলের মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেছেন, ‘আপনি হচ্ছেন প্রেসিডেন্ট। আপনার কাজ জাতিকে ঐক্যবদ্ধ রাখা, আমাদের বিভক্তি নয়। আপনার দুঃসাহস কত?’ এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, অস্ত্র বিক্রির আগে ক্রেতার পূর্ব ইতিহাস খতিয়ে দেখার বিষয়ে একটি বিলকে সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, গত বুধবার বিকালে ফ্লোরিডায় পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৭ জন নিহত হয়। এদের ১৪ জন বিভিন্ন বয়সের শিক্ষার্থী। ২০১২ সালের পর যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ঘটা সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা এটি। রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ