আন্তর্জাতিক

কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় ভারত-পাকিস্তানের গুলি বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলা বিনিময় হয়েছে। এর ফলে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুটির মধ্যে ১৫ বছর আগে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি বহাল থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেক্টরের তথাকথিত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে কী কারণে নতুন করে গোলা বিনিময় শুরু হয়েছে তা পরিষ্কার নয়। তবে চলতি মাসে কাশ্মিরে এক ভারতীয় সেনা শিবিরে চালানো হামলায় ছয় সেনা নিহত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।  এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে দেশটি বলেছে, এর জন্য পাকিস্তানকে মূল্য দিতে হবে। পুলিশ সুপার ইমতিয়াজ হুসাইন জানিয়েছেন, পাকিস্তানের ছোড়া গোলা উরি এলাকায় এসে পড়ছে। এ কারণে শত শত গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। ভারতীয় বাহিনীও পাল্টা গোলাবর্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। ২০০৩ সালে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে এই প্রথম গোলাবর্ষণে ভারি কামান ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ইমতিয়াজ অভিযোগ করেন, পাকিস্তানি কর্তৃপক্ষ একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী ভারতীয় গ্রামগুলোতে বসবাসরত লোকজনদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি খুব খারাপ উল্লেখ করে তিনি জানান, উরির একটি স্কুলে প্রায় ৭০০ লোক আশ্রয় নিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এর জন্য ভারতকে দায়ী করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের এই গোলাবর্ষণের নিন্দা জানিয়েছে। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত দুবার কাশ্মির নিয়ে যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই কাশ্মিরের পুরো মালিকানা দাবি করে আসছে। রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ