আন্তর্জাতিক

আইসিসি থেকে ফিলিপাইনকে প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)থেকে ফিলিপাইনের সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। মাদকবিরোধী অভিযানে মাদকব্যবসায়ী ও ব্যবহারকারীদের হত্যার ঘটনায় জাতিসংঘ কর্মকর্তাদের সমালোচনার পরিপ্রেক্ষিতে বুধবার তিনি এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ফিলিপাইনের বিরুদ্ধে আইসিসিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখা যাচ্ছে।’ মাদকবিরোধী অভিযানে কয়েক হাজার লোককে হত্যার ঘটনায় গত মাসে আইসিসিতে অভিযো দাখিল করেন ফিলিপাইনের এক আইনজীবী। এতে দাবি করা হয়ে, দুতের্তে ও তার শীর্ষ কর্মকর্তারা মানবতাবিরোধী অপরাধ করেছেন। ১৩ মার্চ তারিখ উল্লেখ করে ১৫ পৃষ্ঠার এক বিবৃতিতে বলা হয়েছে, আইসিসির প্রতিষ্ঠকালীন চুক্তি রোম স্ট্যাটু থেকে ফিলিপাইনকে প্রত্যাহার করা হচ্ছে, যা দ্রুত কার্যকর করা হবে। বিবৃতিতে অবশ্য দুতের্তের কোনো স্বাক্ষর ছিল না। দুতের্তের মুখপাত্র ও তার আইনি পরামর্শক অবশ্য বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। দুতের্তের বিবৃতিতে ফিলিপাইনকে আইসিসি থেকে প্রত্যাহারের কারণ হিসেবে বলা হয়েছে, জাতিসংঘের কর্মকর্তারা তার ও তার প্রশাসনের ওপর ‘ভিত্তিহীন, নজিরবিহীন ও ভয়ানক হামলা’ চালিয়েছে। আইসিসির তদন্ত যথাযথ আইনি প্রক্রিয়ারও লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তিনি। রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/শাহেদ