আন্তর্জাতিক

জার্মানিতে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে ভিড়ের মধ্যে একটি চলন্ত গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে। শনিবার পশ্চিম জার্মানির শহর মুয়েনস্টারে এ ঘটনা ঘটেছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই গাড়ির চালক আত্মহত্যা করেছে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্য কারো খোঁজ তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি। জার্মান পত্রিকা বিল্ড জানিয়েছে, এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি হামলা কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি বিবেচনায় এ সম্ভাবনাকে নাকচ করা যাচ্ছে না বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। আরেকটি জার্মান সংবাদমাধ্যম স্পাইগেল তাদের অনলাইন সংস্করণে জানিয়েছে, এই হামলাকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে বার্লিনে ট্রাক নিয়ে হামলা চালিয়েছিল আনিস আমরি নামে এক তিউনিসীয় যুবক। ক্রিসমাস উপলক্ষে একটি বাজারে চালানো ওই গাড়ি হামলা নিহত হয়েছিল ১১ জন। রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৮/শাহেদ