আন্তর্জাতিক

অবসরের ঘোষণা মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান আর নির্বাচনে দাঁড়াচ্ছেন না। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কংগ্রেসের নির্বাচনে তিনি আর প্রার্থী হবেন না বলে বুধবার রায়ান জানিয়েছেন। আগামী নভেম্বরে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন কংগ্রেসে রিপাবলিকান দলের সবচেয়ে শক্তিশালী প্রার্থী রায়ানের সরে যাওয়ার এই ঘোষণা দলকে বিপাকেই ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কারণ কংগ্রেসের নিম্মকক্ষে ইতিমধ্যে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার কারণে চাপের মুখে রয়েছে ক্ষমতাসীন দল। এর আগে ধারণা করা হচ্ছিল ২০২০ সালে হোয়াইট হাউজে যাওয়ার জন্য নির্বাচনে লড়বে রায়ান। তবে উইসকনসিন থেকে নির্বাচিত পল রায়ান জানিয়েছেন, পরিবারের সঙ্গে আরো বেশি সময় দেওয়ার জন্যই তিনি নির্বাচনে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রায়ানের সম্পর্কটা বেশ উষ্ণ। নির্বাচনে না আসার তার এই ঘোষণা ট্রাম্পের প্রেসিডেন্সির ওপর কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে রায়ান বলেন, ‘মোটেও না।’ ৪৮ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, ‘আজ আমি ঘোষণা করছি এই বছরই হবে প্রতিনিধি পরিষদে আমার শেষ বছর।’ রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৮/শাহেদ