আন্তর্জাতিক

সুইডিশ একাডেমি প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : সাহিত্যে নোবেল পদক বিজয়ী নির্বাচনকারী কমিটি সুইডিশ একাডেমির প্রধান সারা দানিউস পদত্যাগ করেছেন। কমিটির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের প্রক্রিয়া নিয়ে সমালোচনার মুখে বৃহস্পতিবার তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের পর সাংবাদিকদের সারা বলেছেন, ‘ইতিমধ্যে এটা নোবেল পুরষ্কারের ওপর অনেক বেশি প্রভাব ফেলেছে এবং এটা অনেক বড় একটি সমস্যা।’ তিনি বলেন, ‘একাডেমির ইচ্ছা আমি যেন স্থায়ী সচিব পদ থেকে সরে দাঁড়াই। আমি দ্রুত তা কার্যকর করতে এই সিদ্ধান্ত নিয়েছি।’ গত বছরের নভেম্বরে ১৮ বছরের এক নারী অভিযোগ করেন, সুইডিশ একাডেমির সদস্য ক্যাটরিনা ফ্রস্টেনসনের স্বামী জন ক্লড আরনাল্টের হাতে তিনি যৌন নিগ্রহের শিকার হয়েছেন। গত সপ্তাহে ফ্রস্টেনসনকে তার পদ থেকে সরানোর বিপক্ষে ভোট দিলে একাডেমির তিন সদস্য এর প্রতিবাদে পদত্যাগ করেন। বৃহস্পতিবার ফ্রস্টেনসনও তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর কিছুক্ষণ পরেই পদত্যাগ করেন সারা দানিউস। রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৮/শাহেদ