আন্তর্জাতিক

রাসায়নিক হামলা : তদন্তকারীদের দৌমা পরিদর্শনের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পূর্ব গৌতার দৌমায় রাসায়নিক হামলা হয়েছে কি না, তা তদন্তে তদন্তকারী দলকে অনুমতি দেওয়া হয়েছে। আগামী বুধবার তারা দৌমা পরিদর্শনে যেতে পারবে বলে জানিয়েছে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া। গত শনিবার থেকে রাসায়নিক হামলা তদন্তকারী আন্তর্জাতিক দলটি সিরিয়ায় অবস্থান করছে। তবে তাদেরকে দৌমা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। গত ৭ এপ্রিল দৌমায় রাসায়নিক হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হন। এ ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে সিরিয়া ও তাদের মিত্র বরাবরই এই রাসায়নিক হামলার দায় অস্বীকার করে একে বানোয়াট বলে অভিহিত করে আসছিল। এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সকালেও সিরিয়ার হোমস শহরের পশ্চিমে ক্ষেপণাস্ত্র হামলা চিহ্নিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সংবাদমাধ্যমটি জানায়, শায়রাত বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা জানাতে পারেনি। পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘এবার ওই এলাকায় যুক্তরাষ্ট্রের কোনো সামরিক কার্যক্রম ছিল না।’ তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৮/সাইফুল