আন্তর্জাতিক

ফলপ্রদ না হলে কিমের সঙ্গে আলোচনা বর্জন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আসন্ন আলোচনা ফলপ্রদ না হলে তিনি তা বর্জন করবেন। বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানিয়েছেন, পরমাণু কর্মসূচি বর্জনে উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ বজায় রাখা হবে। শিনজো আবে যুক্তরাষ্ট্র সফরে বর্তমানে ফ্লোরিডায় প্রেসিডেন্ট ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে রয়েছেন। ট্রাম্প এর আগে নিশ্চিত করেছিলেন যে, সিআইএ পরিচালক মাইক পম্পেও সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে গোপন বৈঠকের জন্য দেশটিতে সফর করেন। তিনি জানান, পম্পেও কিমের সঙ্গে ভালো আলোচনা করেছেন এবং তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়েছে। মাইক পম্পেওর এ সফর ২০০০ সালের পর যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ পর্যায়ে প্রথম সফর।

       

রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৮/সাইফুল