আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসের ভাষণে জাতীয়তাবাদের নিন্দা ম্যাক্রনের

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের নিন্দা করেছেন। তিনি বলেছেন, বৈশ্বিক উন্নতির জন্য এ ধরণের নীতি হুমকি স্বরুপ। যুক্তরাষ্ট্র সফররত ম্যাক্রন বুধবার মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্মকক্ষে দেওয়া ভাষণে এ কথা বলেছেন। ম্যাক্রন বলেছেন, যুক্তরাষ্ট্র জোটবদ্ধতার উদ্ভাবক। আর নতুন একবিংশ শতাব্দির জন্য তাদের এটি নতুন করে রচনা করা উচিৎ। ফরাসি প্রেসিডেন্ট তার ভাষণে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অবিচ্ছেদ্য সম্পর্কেরও প্রশংসা করেন। তিনি স্বাধীনতা, সহনশীলতা ও সমানাধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ জানানো ওয়াশিংটনে প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হচ্ছেন ম্যাক্রন। এই সফরে ট্রাম্পের সঙ্গে ম্যাক্রন সম্পর্কটা বেশ মজবুত করতে পেরেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে অনেক বিষয়েই যে ফরাসি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত নন, তা তার ভাষণেই বোঝা গেছে। ম্যাক্রন বলেছেন, ‘নিঃসঙ্গতাবাদ, প্রত্যাহার ও জাতীয়তাবাদ হয়তো সাময়িক জবাব হিসেবে আকর্ষণীয় হতে পারে। তবে এগুলো কখনো আমাদের নাগরিকদের ভয়কে প্রশমিত করে না, কেবল প্রজ্জলিত করে।’ তিনি বলেন, ‘আমাদের সামনের ঝুঁকির বিষয়ে আমাদের দৃষ্টিকে অবশ্য প্রসারিত করতে হবে...আমরা যদি আমাদের দৃষ্টিকে প্রসারিত করি তাহলে আমরা শক্তিশালী হব।’ রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/শাহেদ