আন্তর্জাতিক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার পাঞ্জাব প্রদেশের নারোওয়াল জেলার কানজরুর তেহসিল এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গুলিটি স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালের কাঁধে বিদ্ধ হয়েছিল। তিনি এখন আশংকামুক্ত। তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, আহসান ইকবাল তার নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক সমাবেশে যোগ দিয়েছিলেন। ওই সময় তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। জেলা পুলিশ কর্মকর্তা ইমরান কিশওয়ার জানিয়েছেন, সন্দেহভাজন ওই হামলাকারীর বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সে আহসান ইকবাল থেকে প্রায় ২০ গজ দূরে দাঁড়িয়ে গুলি করে। তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি ৩০ বোরের পিস্তল। পাঞ্জাব সরকার এক টুইটার বার্তায় বলেছে, ‘এক বন্দুক হামলাকারী গ্রেপ্তার হয়েছে এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।’ রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৮/শাহেদ