আন্তর্জাতিক

নিকল পাশিনিয়ান আরমেনিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক : আরমেনিয়ায় বিরোধী দলীয় নেতা নিকল পাশিনিয়ান প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার পার্লামেন্টের ৫৯-৪২ ভোটে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এক মাস আগে ক্ষমতা আকড়ে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী সেরঝ সার্গসায়ানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আর্মেনিয়ার গ্রামের পর গ্রাম ঘুরে বেড়িয়েছেন পাশিনিয়ান। আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন ১০ বছর ধরে ক্ষমতায় থাকা সার্গসায়ান। প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের সদস্য আরমেনিয়ার নতুন সরকার প্রধান রাশিয়ার সঙ্গে সম্পর্ক কতটা বহাল রাখবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশিনিয়ানের জয়ের খবর পাওয়ার পর তাই বিশ্বনেতাদের মধ্যে সর্বপ্রথম শুভেচ্ছা বার্তাটি তিনিই পাঠিয়েছেন। আর পাশিনিয়ানও রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে পুতিনকে আশ্বস্ত করেছেন। পার্লামেন্টের ভোট শেষ হওয়ার কয়েক মিনিটের মাথায় একটি দৈনিকের প্রাক্তন সম্পাদক পাশিনিয়ান রাজধানীর ইয়েরেভান স্কয়ারে চলে আসেন। সেখানে তাকে লাখ লাখ সমর্থকরা স্বাগত জানায়। রাইজিংবিডি/ঢাকা/৮ মে ২০১৮/শাহেদ