আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় কারাগারে জঙ্গি হামলায় নিহত ৫ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় উচ্চ নিরাপত্তার একটি কারাগারে আটক ইসলামি জঙ্গিদের হামলায় পাঁচ পুলিশ নিহত হয়েছে। বুধবার রাজধানী জাকার্তার অদূরের ওই কারাগারটিতে এই ঘটনা ঘটেছে। পুলিশের মুখপাত্র মুহাম্মদ ইকবাল জানিয়েছেন. দিপক এলাকার মোবাইল পুলিশ ব্রিগেড কারাগারে ওই হামলায় এক কারাবন্দীও নিহত হয়েছে। তিনি বলেন, ‘আমাদের পাঁচ সহকর্মী নিহত হয়েছেন..আরো এক সহকর্মী এখনো ভেতরে রয়েছে তাকে জিম্মি করে রাখা হয়েছে।’ মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট তাদের মুখপাত্র আমাক নিউজ এজেন্সিতে এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, কারগারের ভেতরে জঙ্গিবিরোধী ইউনিটের ১০ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। মুহাম্মদ ইকবাল বলেছেন, ‘আমরা নিরাপত্তা পরিস্থিতি জোরদার করেছি, এটা যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বন্দীদের সরিয়ে নিয়ে আসছি। আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি, যাতে আমাদেরকে সর্বশেষ পথটি বেছে নিতে না হয়।’ দেতিক ডটকম নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কারাগার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স বের হয়ে পুলিশ হাসপাতালে এসেছে। সেখানে ছয়টি কমলা রঙের মৃতদেহ ব্যাগ স্ট্রেচারে রাখা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৮/শাহেদ