আন্তর্জাতিক

তিন মার্কিন বন্দীকে মুক্তি দিল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : তিন মার্কিন বন্দীকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এদেরকে পিয়ংইয়ং থেকে নিয়ে বৃহস্পতিবার ওয়াশিংটনে ফিরবেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। বুধবার টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘আমি আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিমানে রয়েছেন এবং তিন অসাধারণ ভদ্রলোক যাদেরকে দেখার জন্য প্রত্যেকে অপেক্ষায় রয়েছে তাদেরকে নিয়ে তিনি দেশের পথে রয়েছেন।’ ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সময় বৃহস্পতিবার রাত ২টায় ওয়াশিংটনের বাইরে অ্যান্ড্রিউস বিমান ঘাঁটিতে পম্পেও ও তিন মার্কিনি অবতরণ করবেন। তাদেরকে তিনি সেখানে স্বাগত জানাবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের পূর্বশর্ত হিসেবে যেসব বিষয় ছিল তার মধ্যে কোরীয়-আমেরিকান কিম হক-সং, টনি কিম ও কিম ডং-চুলের মুক্তির বিষয়টিও উল্লেখ ছিল। কিম জং উন এই তিন বন্দীকে মুক্তি দেওয়ার ইঙ্গিত দেওয়ার পর তাদেরকে পিয়ংইয়ং থেকে নিয়ে আসার জন্য পম্পেওকে সেখানে পাঠিয়েছিলেন ট্রাম্প। রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৮/শাহেদ