আন্তর্জাতিক

নাজিব রাজাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সদ্য বিদায় নেওয়া প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির অভিবাসন কর্মকর্তারা শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন। নির্বাচনে পরাজিত হওয়ার পর নাজিব রাজাক বলেছিলেন, তিনি ও তার স্ত্রী অবসর সময় কাটানোর জন্য শনিবার বিদেশে ঘুরতে যাবেন। তার এ ঘোষণার পরই দেশত্যাগে নিষেধাজ্ঞার এমন খবর এলো। বুধবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল জোটকে পরাজিত করে সরকার গঠন করে মাহাথির মোহাম্মদের পকাতন হরাপন জোট। বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসেবে ৯২ বছর বয়সে শপথ গ্রহণ করেন মাহাথির। নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ২০১৫ সালে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ৭০০ মিলিয়ন ডলার সরিয়ে নিয়েছেন। তবে পরে সেই অভিযোগ থেকে কর্তৃপক্ষ তাকে অব্যাহতি দেয়। নাজিব রাজাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার পর অনেকেই ধারণা করছেন, দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে ফের তদন্ত শুরু হতে পারে। তথ্য : বিবিসি। রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৮/সাইফুল/শাহনেওয়াজ