আন্তর্জাতিক

প্যারিসে ছুরি নিয়ে হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের কেন্দ্রে সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। হামলাকারী ছুরি নিয়ে এ হামলা চালায় বলে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী হামলার সময় মুখ দিয়ে ইসলামী শব্দ উচ্চারণ করছিল। শনিবার সন্ধ্যার এ হামলার দায় স্বীকার করে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট জানিয়েছে, তাদের এক সৈন্য এ হামলা চালিয়েছে। ফ্রান্সের অপেরা জেলায় এ হামলা হয়। ওই স্থানটি রাত্রিকালীন জমজমাট জীবনযাত্রার জন্য সুপরিচিত। হামলার সময় আতঙ্কিত লোকজন দৌড়ে ক্যাফে ও রেস্তোরাঁয়া আশ্রয় নেয়।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ হামলার নিন্দা জানিয়ে এক টুইটার বার্তায় বলেছেন, ‘ফ্রান্সকে আবারো রক্ত দিতে হলো। তবে আমরা স্বাধীনতার এক ইঞ্চিও শত্রুদেরকে দেব না।’ তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৮/সাইফুল