আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে কয়েকটি বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জন। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আয়াতুল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, হামলার শুরুতে প্রদেশের হিসাবরক্ষণ দপ্তরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ইনামুল্লাহ মিয়াখেল জানিয়েছেন, রোববারের হামলার পর কমপক্ষে ছয়জনের মৃতদেহ ও প্রায় ৩০ জন আহতকে হাসপাতালে আনা হয়েছে। বন্দুকযুদ্ধ এখনো অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলের ওই ভবনটির ফটকে এক হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এর মাধ্যমে সে অন্য বন্দুকধারীদের ভবনের ভেতরে প্রবেশের সুযোগ করে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে  । এরপর ভবনটির ভিতর থেকে আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি জানান, অন্তত চার হামলাকারী রকেটচালিত গ্রেনেড ও মেশিনগান নিয়ে পুলিশের সঙ্গে লড়াই করে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। রাইজিংবিডি/ঢাকা/১৩ মে ২০১৮/শাহেদ