আন্তর্জাতিক

কিউবায় বিমান বিধ্বস্তে নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : কিউবার রাজধানী হাভানায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তে শতাধিক লোক নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৮ মিনিটে হোসে মারতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে ১১৩ জন আরোহী ছিল বলে কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেনসা লাটিনা জানিয়েছে। কিউবার কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমা জানিয়েছে, এ দুর্ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। বোয়িং ৭৩৭-২০১ ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পূর্বে এয়ারপোর্ট থেকে পূর্বাঞ্চলীয় শহর হলগুইনের উদ্দেশে রওয়ানা হয়। পরে উড্ডয়নের কিছুক্ষণ পর সেটি এয়ারপোর্টের কাছাকাছি বিধ্বস্ত হয়। একটি মেক্সিকান প্রতিষ্ঠান থেকে বিমানটি লিজ নিয়েছিল কিউবা সরকার। কিউবার রাষ্ট্রীয় ওয়েবসাইট কিউবাডিবেট জানিয়েছে, বিমানে আরোহীদের মধ্যে নয়জন ক্রু, যাদের মধ্যে ছয়জন মেক্সিকোর ছিলেন। তবে ১০৪ যাত্রীর বেশির ভাগই কিউবার ছিলেন। পাঁচজন ছিলেন বিদেশি। কিউবার প্রেসিডেন্ট ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, ‘এটি খুবই অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনা। সংবাদ যা আসছে, তা সুখকর নয়। মনে হচ্ছে, অনেক লোক মারা গেছে।’ তথ্য : বিবিসি, রয়টার্স, আল জাজিরা রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৮/সাইফুল