আন্তর্জাতিক

ট্রাম্পকে নিয়ে না খেলতে উ. কোরিয়াকে সতর্ক করলেন পেন্স

আন্তর্জাতিক ডেস্ক : আগামী মাসে বৈঠকে বসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে না খেলতে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খেলতে পারবেন, এমনটি চিন্তা করে থাকলে কিম জং-উনের জন্য খুবই বড় ভুল হবে।’ ডোনাল্ড ট্রাম্প যে ১২ জুনের বৈঠক থেকে সরে আসতে পারেন, এমন আশঙ্কার কথাও জানান পেন্স। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মন্তব্যের পর উত্তর কোরিয়া ট্রাম্পের সাথে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দিয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণে ‘লিবিয়া মডেল’ অনুসরণ করতে পারে বোল্টনের এমন প্রস্তাবনায় ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়া বৈঠক বাতিলের ওই সতর্কবার্তা দেয়। উল্লেখ্য, লিবিয়ার প্রাক্তন নেতা মুয়াম্মার গাদ্দাফি তার দেশের ওপর থেকে পশ্চিমা অবরোধ উত্তোলনের বিনিময়ে পরমাণু কর্মসূচিতে সম্মত হয়েছিলেন। তবে এর আট বছর পর পশ্চিমা দেশগুলোর সমর্থিত বিদ্রোহী গ্রুপের হাতে তিনি নির্দয়ভাবে নিহত হন। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/সাইফুল