আন্তর্জাতিক

ঢাকামুখী সৌদি বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকামুখী সৌদি আরবের বিমান সৌদিয়ার একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে জেদ্দায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় বিমানটির ১৫১ আরোহীর মধ্যে ৭০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর গুরুতর আহত চারজনকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। বিমানের হাইড্রোলিক প্রক্রিয়ায় ত্রুটি ও এরপরে সামনের চাকার গিয়ার গুটানোর সমস্যার কারণে জরুরি অবতরণ করতে হয়। অবতরণকালে বিমানটির সামনের অংশ কিছুটা মাটিতে ঢুকে পড়ে, যার ফলে বিমানটির কিছুটা ক্ষতি হয়। এ ঘটনায় বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ ৭০ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তবে আহত অন্য চারজনকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়েছে। দৈনিক আল মদিনার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিয়ার মুখপাত্র আবদুল রহমান আল-তাইয়্যিব জানান, সোমবার এসভি৩৮১৮ ফ্লাইটটি মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। তবে রাত ৮টার দিকে বিমানটির হাইড্রোলিক প্রক্রিয়ায় ত্রুটি ও এরপরে সামনের চাকার গিয়ার গুটানোয় সমস্যার কারণে জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। আবদুল রহমান আল-তাইয়্যিব বলেন, ‘চালক অনেক চেষ্টা করেও সামনের চাকার গিয়ারিং ত্রুটি সংশোধনে ব্যর্থ হন। এরপর, বিমানটি সামনের চাকা গুটানো অবস্থায় জরুরি অবতরণ করা হয়। যার ফলে বিমানের সামনের অংশ কিছুটা মাটিতে ঢুকে যায়।’ আল-তাইয়্যিব জানান, অবতরণের পর বিমানের যাত্রীদের জরুরিভাবে সরিয়ে বিমান খালি করা হয়। বিমানটিতে ১৫১ আরোহী ছিল, যার মধ্যে ১৪১ জন যাত্রী ও ১০ জন ক্রু। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সাবক নামের একটি সংবাদমাধ্যম জানায়, এ ঘটনায় বিমানবন্দরে স্বাস্থ্যসেবা বিভাগ আহত যাত্রীদের সেবা দেওয়ার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করেছে। তথ্য : সৌদি গেজেট রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/সাইফুল