আন্তর্জাতিক

৪ ঘণ্টায় ১৫ হাজার বজ্রপাত

আন্তর্জাতিক ডেস্ক : শিলাবৃষ্টি ও মৌসুমি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেনের দক্ষিণাংশ। এ সময় আকাশে ছিল কেবল আলোর ঝলকানি। ব্রিটেনের আবহাওয়া অফিস জানায়, শনিবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে ৪ ঘণ্টায় প্রায় ১৫ হাজার বজ্রপাত রেকর্ড করা হয়েছে। স্ট্যানস্টেড এয়ারপোর্ট জানিয়েছে, রোববার সকালে সেখানে একটি বিমানে বজ্রপাতে জ্বালানি প্রক্রিয়া ‘অকার্যকর’ হয়ে পড়ে। এর ফলে ফ্লাইট বিলম্বিত হয়। রোববার সকালে এসেক্সের স্টানলিতে একটি বাড়িতে বজ্রপাতে আগুন ধরে যায়। পরে অগ্নি নির্বাপক কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আবহাওয়া অফিস ওয়েলস ও ইংল্যান্ডের অধিকাংশ স্থানে ভারী বর্ষণ ও বন্যার পূর্বাভাস দিয়েছে। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৮/সাইফুল