আন্তর্জাতিক

পাকিস্তানে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে প্রাক্তন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রাক্তন প্রধান বিচারপতি নাসিরুল মুল্‌কের নাম ঘোষণা করেছে পাকিস্তান। বিদায়ী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি সংবাদ সম্মেলনে সোমবার এ ঘোষণা দিয়েছেন। আগামী ২৫ জুলাই পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসির নেতৃত্বাধীন সরকারের মেয়াদ শেষ হবে আগামী ৩১ মে। একই দিন শেষ হবে চলমান জাতীয় পার্লামেন্টের মেয়াদও। মেয়াদ শেষ হলেই ক্ষমতা চলে যাবে অন্তর্বর্তী সরকারের হাতে। এ সরকারই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করবে। শহীদ খাকান আব্বাসি সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্‌কের বিষয়ে কারো কোনো অভিযোগ নেই। তিনি সবার কাছেই গ্রহণযোগ্য। তিনি বলেন, ‘কোনো পাকিস্তানি এই নামের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করতে পারবে না।’ নাসিরুল মুল্‌ক অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে রয়টার্স। রাইজিংবিডি/ঢাকা/২৮ মে ২০১৮/শাহেদ