আন্তর্জাতিক

বিশ্বের অর্ধেকেরও বেশি শিশু তিন ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অর্ধেকেরও বেশি শিশু সংঘাত, দারিদ্র ও লিঙ্গ বৈষম্যের ঝুঁকিতে রয়েছে। বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আগামী ১লা জুন আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বুধবার প্রতিবেদনটি প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। ‘দ্য মেনি ফেসেস এক্সক্লুশন’ শিরোণামের প্রতিবেদনটিতে বলা হয়েছে, কমপক্ষে ১২০ কোটি শিশু এসব ঝুঁকির যে কোনো একটির ‍মুখে রয়েছে। আর ১৫ কোটি ৩০ লাখ শিশু এই তিনটি ঝুঁকির মুখেই রয়েছে। সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী হেলে থর্নিং-স্কিমিদত এক বিবৃতিতে বলেছেন, ‘দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে,তিন বছর আগে ২০১৫ সালে জাতিসংঘে ২০৩০ সালের মধ্যে প্রতিটি শিশুর বেঁচে থাকা, শিক্ষা ‍ও সুরক্ষার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা কখনোই পূরণ করা যাবে না।’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১০০ কোটি শিশু এমন দেশে বাস করে যেখানে দারিদ্রের মাত্রা ব্যাপক, ২৪ কোটি শিশুকে রাষ্ট্রীয় সংঘাতের মধ্যে বাস করতে হচ্ছে এবং ৫৭ কোটি ৫০ লাখ কন্যা শিশু এমন দেশে বাস করছে যেখানে লিঙ্গ অসমতা একেবারেই সাধারণ বিষয়। গত বছর সেভ দ্য চিলড্রেন যে প্রতিবেদন প্রকাশ করেছিল তার তুলনায় গত ১২ মাসে ১৭৫টি দেশের মধ্যে ৫৮টিতেই শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, স্বাধীনতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট পরিস্থিতির অবনতি ঘটেছে। রাইজিংবিডি/ঢাকা/৩১ মে ২০১৮/শাহেদ