আন্তর্জাতিক

দুর্নীতির মামলায় নাজিবের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মানসুরকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন(এমএসিসি)। মঙ্গলবার তাকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম বারনামা। ওয়ানএমডিবি বা ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহেড দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার রোসমাহকে এমএসিসি কার্যালয়ে হাজিরের নির্দেশ দেওয়া হয়। স্বামী নাজিব রাজাকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার স্থানান্তরের বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ করার কথা। রোসমাহর’ আইনজীবীরা বলেছেন, ‘আমাদের মক্কেলের কাছ থেকে এমএসিসি বিবৃতি নেওয়ার কাজ শেষ করেছে। তিনি তাদের সহযোগিতা করেছেন এবং কর্মকর্তারা তাদের পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন।’ এর দুই সপ্তাহ আগে নাজিব রাজাককে ওয়ানএমডিবি মামলায় এমসিসি কার্যালয়ে তলব করা হয়েছিল। ওই সময় তাকে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৮/শাহেদ