আন্তর্জাতিক

‘বাণিজ্য ভারসাম্য, বোকার বাণিজ্য’

আন্তর্জাতিক ডেস্ক : বাণিজ্য ইস্যুতে মিত্রদেশগুলোর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তপ্ত বাক্য বর্ষণ করেই চলছেন। রোববার সম্মেলন শেষ হওয়ার আগে কানাডা ছেড়ে যাওয়ার আগে ট্রাম্প বলেছেন, ‘বাণিজ্য ভারসাম্য উভয়পক্ষের না হলে একে এখন বোকার বাণিজ্য বলা হয়।’ যুক্তরাষ্ট্র বাণিজ্য ইস্যুতে আর কাউকে ছাড় দেবে না উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ‘দুঃখিত,বাণিজ্যে আমরা আর বন্ধু অথবা মিত্রদের আমাদের ওপর সুবিধা নিতে দেব না। আমাদেরকে অবশ্যই আমেরিকান কর্মীদের প্রাধান্য দিতে হবে।’ জি-সেভেন সম্মেলন শেষে প্রথামাফিক যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, যুক্তরাষ্ট্র তাতে যোগ দেবে না বলে রোববার জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি মার্কিন প্রতিনিধিদের বিবৃতিতে সই না করতে বলেন। পরে অবশ্য যুক্তরাষ্ট্রের সম্মতিতে ওই বিবৃতি প্রকাশ হয়েছে। এতে ‘মুক্ত, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থযুক্ত’ বাণিজ্যের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমরা শুল্ক বাধা, অশুল্ক বাধা ও ভর্তুকির বিরোধিতা করছি।’ ট্রাম্প রোববার বলেছেন, ‘৮০০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি, যা আমেরিকার জনগণের প্রতি অন্যায্য।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি কেন এসব দেশকে ব্যাপক বাণিজ্য উদ্বৃতির সুযোগ দেব, যেখানে তারা দশকের পর দশক ধরে আমাদের কৃষক, শ্রমিক ও করদাতাদের এ ধরণের বিশাল ও অন্যায্য মূল্য গুনতে হবে? রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৮/শাহেদ