আন্তর্জাতিক

অর্থনৈতিক অঞ্চল পরিকল্পনার বিরুদ্ধে ভিয়েতনামে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : সরকারের নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরি পরিকল্পনার বিরুদ্ধে ভিয়েতনামে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে। বিক্ষোভকারীদের আশঙ্কা, চীনা বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলে প্রাধান্য পাবে। পুলিশ রাজধানী হ্যানয় থেকে ১২ জনেরও বেশি লোককে আটক করেছে। দেশের অন্যান্য শহরের বিক্ষোভ ঠেকিয়ে দিয়েছে। বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল চীনবিরোধী ব্যানার। এগুলোর কোনো কোনোটিতে লেখা ছিল, ‘চীনকে একদিনের জন্যও কোনো ভূমি ইজারা নয়।’ ৯৯ বছরের জন্য বিনিয়োগকারীদের ভিয়েতনামের জমি ইজারা দেওয়া সংক্রান্ত একটি বিলের প্রস্তাব গত বছর দেয় সরকার। নির্ধারিত অঞ্চলে উৎপাদন বাড়াতে বিলটিতে বিনিয়োগকারীদের ব্যাপক সুবিধা ও সীমিত কড়াকড়ির সুবিধা দেওয়া হয়। বিক্ষোভকারীদের ধারণা, দেশটির সমাজতান্ত্রিক সরকার চীনা বিনিয়োগকারীদের উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিনটি অর্থনৈতিক অঞ্চল দিয়ে দেবে। এর মাধ্যমে সীমান্তবর্তী ভ্যান ডন দ্বীপে চীনের নিয়ন্ত্রন প্রতিষ্ঠার সুযোগ করে দেবে।

   

রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৮/শাহেদ