আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্পে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ওসাকায় এক শক্তিশালী ভূমিকম্পে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন। ভূমিকম্পের পর ওই এলাকার বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। ট্রেন চলাচল ও কারখানায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। ৬.১ মাত্রার এই ভূমিকম্পে সুনামির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। এ ছাড়া, ওই এলাকার পরমাণু চুল্লিগুলোতেও কার্যক্রম অব্যাহত রয়েছে। জাপান ভূপ্রাকৃতিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। বিশ্বের ৬ কিংবা তার চেয়ে বড় মাত্রার ভূমিকম্পের মধ্যে জাপানেই ২০ শতাংশ সংঘটিত হয়। তথ্য : বিবিসি

   

রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৮/সাইফুল