আন্তর্জাতিক

ট্রাম্পের সাথে বৈঠকের সপ্তাহের মধ্যে চীনে কিম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত ১২ জুন সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে ঐতিহাসিক বৈঠকের এক সপ্তাহের মধ্যে চীনে গেলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুরে তার বৈঠক, উত্তর কোরিয়ার উপর অবরোধ, ট্রাম্পের প্রতি কিমের প্রতিশ্রুতি, কোরিয়া উপদ্বীপ পরমাণু নিরস্ত্রীকরণ ইত্যাদি নানা বিষয় নিয়ে আস্থাভাজন মিত্র চীনের সঙ্গে আলাপ করবেন উন। চীন উত্তর কোরিয়ার একমাত্র অর্থনৈতিক মিত্র দেশ। তারা ইতোমধ্যে ধারণা দিয়েছে যে, উত্তর কোরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক অবরোধ প্রশমিত করা হতে পারে। এদিকে, যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে আগামী মাসের যৌথ সামরিক মহড়া তারা স্থগিত করেছে। সিঙ্গাপুরে কিম জং উনের সঙ্গে বৈঠককালে এ যৌথ সামরিক মহড়া বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তথ্য : বিবিসি রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৮/সাইফুল