আন্তর্জাতিক

গাজা যুদ্ধের দ্বারপ্রান্তে : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘গাজা উপত্যকায় সহিংসতা চরম মাত্রায় পৌঁছেছে। এর ফলে ওই উপত্যকা যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।’ গুতেরেস ইসরায়েল ও হামাসকে ২০১৪ সালের অস্ত্রবিরতির প্রতি পুনরায় আস্থা স্থাপন করতে অনুরোধ জানান। বিভিন্ন সংবাদ সংস্থার হাতে আসা জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনে দেখা যায়, গত ৩০ মার্চ গাজায় বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনীর আগ্নেয়াস্ত্র ব্যবহারে বাকরুদ্ধ হয়েছেন গুতেরেস। গুতেরেস জানান, সেনাবাহিনীর ব্যবহার হলো শেষ পন্থা। এটি ব্যবহারের আগে সর্বোচ্চ সংযম প্রদর্শন সকলের দায়িত্ব। মঙ্গলবার জাতিসংঘে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের আগে গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন পরিষদে পাঠানো হয়। গুতেরেস বলেন, ‘বিক্ষোভ প্রদর্শনকালে নিরাপত্তাবাহিনী কর্তৃক শিশু, সুনির্দিষ্ট সাংবাদিক ও চিকিৎসা সহায়তাকারীদের হত্যা অগ্রহণযোগ্য। তাদেরকে অবশ্যই মৃত্যু কিংবা নির্যাতনের ভয়ের ঊর্ধ্বে কাজ করতে দিতে হবে।’ গুতেরেসের এমন প্রতিবেদনের বিষয়ে ইসরায়েল অবশ্য এখনো কোনো মন্তব্য করেনি। তথ্য : আল জাজিরা রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৮/সাইফুল